বাগেরহাটের শরণখোলার একটি পুকুর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বনে ফিরিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে ছাড়া হয় অজগরটি।
এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন উত্তর তাফালবাড়ী গ্রামের জিতেন গাইনের বাড়ির পুকুর থেকে সাপটিকে উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা।
উদ্ধারকারী দলের সদস্য ও ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, মোবাইল ফোনে খবর পেয়ে জিতেন গাইনের বাড়িতে যান তারা। এ সময় পুকুরে অজগরটিকে ভাসতে দেখা যায়। পরে এটিকে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ৮ ফুট লম্বা এবং প্রায় ১০ কেজি ওজনের অজরগরটিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে রাত সাড়ে ৮টার দিকে অবমুক্ত করা হয়।