বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আগুনে ৪ গরুসহ বসতঘর হারালেন কৃষক

  • এস কে সরকার, নেত্রকোণা   
  • ১৯ জানুয়ারি, ২০২২ ১৫:০০

রথীন সরকার বলেন, ‘আগুনে আমার সব শেষ হয়ে গেছে। তিনটি ঘর ছাড়াও চারটি গরু পুড়ে মরেছে। ঘরে নগদ ১৫ হাজার টাকা ছিল। তাও রক্ষা করতে পারিনি।’

নেত্রকোণা সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে। মারা গেছে চারটি গরু।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোবিন্দপুর গ্রামের রথীন সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ বলতে পারছেন না ওই বাড়ির কেউ।

রথীন সরকারের ভাই রবিন সরকার জানান, রাত ১টার দিকে হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে বাড়ির লোকেরা সজাগ হন। পরে দেখেন ওই বাড়ির একটি আধাপাকা বসতঘর, একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর জ্বলছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে নেত্রকোণা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

রথীন সরকার বলেন, ‘আগুনে আমার সব শেষ হয়ে গেছে। তিনটি ঘর ছাড়াও চারটি গরু পুড়ে মরেছে। ঘরে নগদ ১৫ হাজার টাকা ছিল। তাও রক্ষা করতে পারিনি।’

নেত্রকোণা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ধারণা করছি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। তবে রান্নার চুলা না শর্ট সার্কিট থেকে লেগেছে- সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারিনি।’

এ বিভাগের আরো খবর