টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট মুনতাসিম বিল্লাহ জানান, উদ্ধারকৃত চার কেজি ১৭৫ গ্রাম আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি টাকা। এ বিষয়ে পরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চার কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ছাড়া ৫০ হাজার ইয়াবাও মিলেছে অভিযানে।
টেকনাফের নাফ নদের জালিয়ার দ্বীপ মোহনা থেকে বুধবার ভোররাতে এসব মাদক উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট মুনতাসিম বিল্লাহ।
তিনি জানান, উদ্ধারকৃত চার কেজি ১৭৫ গ্রাম আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ কোটি টাকা। এ বিষয়ে পরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।