বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  •    
  • ১৯ জানুয়ারি, ২০২২ ১১:০৪

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।

উত্তরের জেলা দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেলায় বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

এ ছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ও গতিবেগ ছিল ৪ থেকে ৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে ধাবিত হবে বলে জানান আবহাওয়া অফিসের ওই কর্মকর্তা।

তোফাজ্জল হোসেন জানান, বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কয়েক দিন থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভোর ৬টায় সর্ব-উত্তরের উপজেলা পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১০ দশমিক ২, নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় ১০ দশমিক ২, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৭, রাজশাহীতে ১১ ডিগ্রি, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় ১১ দশমিক ২ ডিগ্রি, বগুড়ায় ১২ ডিগ্রি, কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১২ ডিগ্রি, রংপুরে ১২ দশমিক ৩ ডিগ্রি, যশোরে ১২ দশমিক ৪ ডিগ্রি ও শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ বিভাগের আরো খবর