সিরাজগঞ্জের বেলকুচিতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জামাল সরদার। ৬০ বছরের জামালের বাড়ি পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া মারমি এলাকায়।
আহতরা হলেন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৩৫ বছরের নূর মহল, তার মেয়ে ১০ বছরের আতিকা ও নিহতের চাচাতো ভাই ৪০ বছরের কিতাব সরদার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন জানান, শিয়ালকোল ছেড়ে আসা লাভলু বাবলু কম্পোজিট মিলের একটি কাভার্ড ভ্যান এবং এনায়েতপুর ছেড়ে আসা যাত্রীবোঝাই অটোরিকশা মেঘুল্লায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশায় থাকা শিশুসহ চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হসপিটালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
বেলকুচি থানা উপপরিদর্শক মো. হাসানুর নিউজবাংলাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে। মরদেহও থানায় রয়েছে।
‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’