গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় জামিন পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালতে তাজমেরীর জামিন আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। তবে সেটি আমলে নেননি বিচারক।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেয় বলে জানান সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক লিয়াকত আলী।
গত ১৩ জানুয়ারি গ্রেপ্তারের পর অধ্যাপক তাজমেরীকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
নাশকতার অভিযোগে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। মামলায় অধ্যাপক তাজমেরী এবং বিএনপি ও জামায়াতের ১৩৩ নেতা-কর্মীকে আসামি করা হয়।
২০১৮ সালের ২৬ নভেম্বর অধ্যাপক তাজমেরীকে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন দেয় হাইকোর্ট।
গত বছরের ৭ মার্চ অধ্যাপক তাজমেরীসহ ৭৬ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দাখিল করে। একই বছরের ৭ মে তাজমেরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
তাজমেরী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক এবং বিএনপিপন্থি শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক।
তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও রোকেয়া হলের প্রভোস্ট ছিলেন।