বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪০৭, শনাক্ত হার ২৩.৯৮

  •    
  • ১৮ জানুয়ারি, ২০২২ ১৯:১২

মঙ্গলবার সকাল পর্যন্ত পূবর্বর্তী ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪০৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হার ২৩ দশমিক ৯৮। একই সময়ে মারা গেছে ১০ জন।

দেশে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এক দিনের ব্যবধানে শনাক্ত রোগী বেড়েছে প্রায় দুই হাজার। একই সঙ্গে শনাক্ত হার ৩ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ।

মঙ্গলবার সকাল পর্যন্ত পূবর্বর্তী ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪০৭ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়কালে করোনা সংক্রমণে মারা গেছে ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪টি ল্যাবে ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন সুস্থ হয়েছে। মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ১৬ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে একজন বাদে সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী।

বিভাগওয়ারী এই দশজনের মধ্যে সাতজনই ঢাকার। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। এদের মধ্যে ষাটোর্ধ্ব ৪, সত্তরোর্ধ্ব ও ৮০ বছরের বেশি বয়সী দুজন।

দেশে জানুয়ারি থেকেই করোনা সংক্রমণ ধারাবাহিকভাবে বাড়ছে। আর নতুন করে শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর গত সোমবার জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৭৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা ১৮ আগস্টের পর সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে এই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের। বেড়েছে শনাক্ত হারও।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩২৭ জনের দেহে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১৫৪ জন।

সোমবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩১ হাজার ৯৮০টি। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ, যা ১১ আগস্টের পর সর্বোচ্চ।

সপ্তাহ ব্যবধানে বেড়েছে শনাক্ত-মৃত্যু

করোনা সংক্রমণ এক সপ্তাহ ব্যবধানে (১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি) মৃত্যু বেড়েছে ৬৮ শতাংশ ও শনাক্তের সংখ্যা বেড়েছে ২৯ দশমিক ৯ শতাংশ। আগের সপ্তাহ (৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পর্যন্ত শনাক্ত হয়েছিল ৭ হাজার ২৩৪ জন।

গত ৪ অক্টোবর দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর ৭ জানুয়ারি প্রথমবারের মতো শনাক্তের হার ৫ শতাংশ ছাড়ায়। এরপর প্রতিদিনই শনাক্তের হার বেড়েছে। এক দিন ছাড়া রোগীর সংখ্যাও বেড়েছে প্রতিদিন। চলতি বছরের প্রথম ১৭ দিনে করোনা শনাক্তের হার ৭ গুণ বেড়েছে।

এ বিভাগের আরো খবর