সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের পেছনে বিএনপি ২০ লাখ ডলার খরচ করেছে দাবি করে এই খরচের হিসাব নিতে দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
আগের দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতীয় সংসদে দেয়া বক্তব্যে জানান, বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে সরকারের কাছে তথ্য প্রমাণ আছে।
তথ্যমন্ত্রী জানান, গত তিন বছরে বিএনপি এই খাতে দুই মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকার মতো) খরচ করেছে।
বিএনপির এই অর্থের উৎস খুঁজতে আহ্বান জানান তথ্যমন্ত্রী। বলেন, ‘এই যে লাখ লাখ ডলার বিএনপি তাদের (লবিস্ট) পেছনে ব্যয় করছে, নির্বাচন কমিশনের যে আয় ব্যায়ের হিসাব, তাতে তো এটা দেয়নি। নির্বাচন কমিশনের উচিত তাদের তলব করা। এই টাকা কীভাবে খরচ করেছে তা জানতে চাওয়া উচিত।’
এখানে দুদকের ভূমিকাও দেখতে চান হাছান। বলেন, ‘নির্বাচন কমিশন এবং ট্যাক্স অফিসেরও তাদেরকে তলব করা উচিত। এই লাখ লাখ ডলার কোথা থেকে আসে, সেটিও তো তদন্ত হওয়া প্রয়োজন। আমি তো মনে করি এখানে দুদকেরও কিছু ভূমিকা রাখা উচিত। এই টাকা যে ব্যক্তিবিশেষ দিচ্ছে, তারা কোথা থেকে পেল সেটারও তো তদন্ত হওয়া প্রয়োজন।’
দালিলিক প্রমাণ থাকলে সরকার বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু এটি একটি রাজনৈতিক দল, এক্ষেত্রে প্রাথমিক দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের।
‘এখানে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নেই। সুতরাং এখানে দুদকেরও দায়িত্ব রয়েছে। আর ট্যাক্স অফিসও অবশ্যই এটির খোঁজ-খবর নিতে পারে।’
‘আওয়ামী লীগ বিদেশিদের ওপর নির্ভর করে না’
অপপ্রচার চালালেই বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না বলেও মন্তব্য করেন হাছান। বলেন, ‘ষড়যন্ত্র মোকাবেলায় সরকারের বিভিন্ন ম্যাকানিজম কাজ করছে।
‘আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিদেশিদের উপর নির্ভরশীল নয়। আমরা জনগণের শক্তির উপর নির্ভরশীল। আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তির উপর ভর করেই দেশ পরিচালনা করেছে, রাষ্ট্র ক্ষমতায় গেছে।’