বাংলাদেশ থেকে পাচার করা টাকা বিদেশে বাজেয়াপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও করোনা আক্রান্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি কামনায় মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
জিয়া পরিষদ আয়োজিত এ আয়োজনে রিজভী বলেন, ‘রাষ্ট্রীয়যন্ত্র ব্যবহার করে সরকারবিরোধী দলের নেতাকর্মীসহ দেশের বিশিষ্ট ব্যাক্তিদের নির্যাতন করছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে গুম-খুন নির্যাতন হচ্ছে। বিরোধী দল দমন করার জন্য এমন কোনো অবৈধ পন্থা নেই যা সরকার প্রয়োগ করে নাই।
‘আজকে আন্তর্জাতিকভাবে সরকারের গুম-খুন উচ্চারিত হচ্ছে। গুম-খুনের ঘটনায় সরকারকে আন্তর্জতিকভাবে অভিযুক্ত করে সরকারের কতিপয় ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি গোষ্ঠীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তাদের পাচার করা টাকা বাতিল হয়ে যাবে। তারপরও সরকারের লজ্জা নাই।’
গত ১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস ইসলামের গ্রেপ্তার নিয়েও কথা বলেন বিএনপি নেতা। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বরের এক গ্রেপ্তারি পরোয়ানায় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তার করায় সরকারের কঠোন সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘এ সরকার কাপুরুষ। অধ্যাপক তাজমেরী ইসলাম শুধু মাত্র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার কারণে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। সরকার সমালোচনা ভয় পায়। কারণ, তাদের জনভিত্তি নাই। তাদের আশঙ্কা জনগণের স্রোতে ভেসে যেতে পারে।’
বিএনপি নেতার দাবি, তার দলের নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। তারপরেও কারাকারাবন্দি করে রাখা হয়েছে তাকে।
রিজভী বলেন, ‘আজকে কোনো বিচারক সঠিক রায় লিখতে পারে না। কেউ সঠিক রায় দিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। প্রদান বিচার পতিকেও বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে, এটা শেখ হাসিনার প্রতিহিংসার রায়।’
জিয়া পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সহসভাপতি লুৎফর রহমানের পরিচালনায় কামনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জিয়া পরিষদের মহাসচিব এমতাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।