প্রথম পর্যায়ে একাদশে ভর্তির অনলাইনে আবেদনের বর্ধিত সময় ১৭ জানুয়ারি রাত ১২ টায় শেষ হয়েছে। এই সময়ের মধ্যে চট্টগ্রামে এসএসসি উত্তীর্ণ ১ লাখ ৪৩ হাজার ৭১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক জাহেদুল হক মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২১ সালে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিক্ষার্থী এসএসসি পাস করেছে।
এরমধ্যে একাদশে বিভিন্ন কলেজে ভর্তির জন্য ১ লাখ ৪৩ হাজার ৭১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই হার প্রায় ৯৯ শতাংশ।
প্রথম পর্যায়ের আবেদনের সময় শেষ হলেও পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদনের সুযোগ পাবে ২২ ও ২৩ জানুয়ারি। আর প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৯ জানুয়ারি।
৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। ২ মার্চ থেকে একাদশে ক্লাস শুরু হবে বলে শিক্ষাবোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
একাদশে ভর্তিতে অনলাইন আবেদন শুরু হয়েছে গত ৮ জানুয়ারি থেকে। ১৫ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন গ্রহণের কথা থাকলেও পরে এ সময়সীমা ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।