এস কে মোর্শেদ বলেন, ‘গতকাল বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট পাই। এরপর থেকে বাসায় আইসোলেশনে আছি, তবে সুস্থ আছি।’
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মাদ (এস কে) মোর্শেদ।
করোনা আক্রান্তের বিষটি মঙ্গলবার নিউজবাংলাকে জানান তিনি।
গত রোববার করোনা আক্রান্ত হন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও।
এস কে মোর্শেদ বলেন, ‘গতকাল বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট পাই। এর পর থেকে বাসায় আইসোলেশনে আছি, তবে সুস্থ আছি।’
গত কয়েক দিন ধরেই দেশে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ বাড়তে থাকায় আবারও ভার্চুয়াল কোর্ট পরিচালনার কথা ভাবার তথ্য জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তিনি জানান, এরই মধ্যে হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি ও অধস্তন আদালতের ৩৬ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন।