ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নৌকা প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর, হুমকি ও পোস্টার টানাতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
৩ নম্বর ভরাডোবা ইউনিয়নে সোমবার বিকেলের ঘটনায় রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।
অভিযোগে তিনি বলেন, ‘নৌকা প্রতীকের শাহ আলম তরফদারের কর্মী-সমর্থকদের কারণে প্রচার চালাতে পারছি না। তাদের হুমকি ও বাধার কারণে নিশিন্দা বাজার ও ভরাডোবা নতুন বাসস্ট্যান্ডে নির্বাচনি ক্যাম্প বানানো সম্ভব হচ্ছে না।
‘আমার পোস্টার টানানো মাত্রই ছিঁড়ে ফেলা হচ্ছে। এ অবস্থায় আমার কর্মী- সমর্থকরা চরম আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন।’
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘নৌকার প্রার্থীর ইশারাতে তার কর্মী নাজিম উদ্দিন, সাইফুল ইসলাম, খোকন, পলাশ, শরিফ, বুলু, হানিফ, নিরব ও সোহেল তরফদার ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে তৎপর রয়েছেন।
‘ক্লাবের বাজারে আমার নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়েছে। যেকোনো সময় তারা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এর পরও সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ বিজয়ী হব।’
তবে শাহ আলম তরফদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কর্মী-সমর্থকরা কারও অফিস ভাঙচুর করেনি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আমার বিরুদ্ধে এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।’
এ বিষয়ে ময়মনসিংহ জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান বলেন, ‘কোনো প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’
ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারি। এ ধাপে ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নসহ দেশের ২১৯টিতে ভোট হবে।