আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় খুলনা রেঞ্জের বিভাগীয় সেরা অফিসারের পুরস্কার পেয়েছেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে শনিবার বেলা ১১টার দিকে ২০২১ সালের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ পুরস্কার দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।
গত ডিসেম্বরের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা খুলনা, শ্রেষ্ঠ সার্কেল ক সার্কেল, শ্রেষ্ঠ থানা যশোর কোতোয়ালি থানা।
সেরা অফিসারের পুরস্কার পেয়ে রফিক বলেন, ‘কুষ্টিয়া জেলার পুলিশ সুপার স্যার ও কুষ্টিয়া মডেল থানার ওসি স্যারের সঠিক দিকনির্দেশনায় আজ আমি সফল হতে পেরেছি। তারা বাদে কুষ্টিয়া মডেল থানার কনস্টেবল সেলিম রেজা ও সুমন রেজার সার্বিক সহযোগিতা ছিল।’
এই সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) নজরুল ইসলাম, খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপার।