বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উন্নয়নের কথা বলে মানুষকে ভোলানো যাবে না: রিজভী

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২২ ২০:২০

‘বর্তমান সরকারের তথাকথিত উন্নয়ন ফ্লাইওভার, সেতু দেখছে আর বন্দিশালায় ছটফট করছে।… তথাকথিত উন্নয়নের কথা বলে মানুষকে ভোলানো যাবে না। এখন পিছু হটার সুযোগ নেই। পিছু হটলে জাতি শত বছর পিছিয়ে পড়বে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস জয়ের পরদিন বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনদের হাত থেকে মুক্তির জন্য মানুষ ছটফট করছে। তার দাবি, উন্নয়নের কথা বলে মানুষকে ভোলানো যাবে না।

অবশ্য তিনি আগের দিনের আলোচিত এই নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি। দলটি আনুষ্ঠানিকভাবে সেখানে প্রার্থীও দেয়নি। তবে দলের নেতা তৈমূর আলম খন্দকার সেখানে মেয়র প্রার্থী হয়ে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর মোকাবিলা করায় কার্যত আওয়ামী লীগ-বিএনপি লড়াইয়ে পরিণত হয়েছে।

এই লড়াইয়ে ২০১৬ সালের মতোই বিএনপিকে বিপুল ভোটে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছেন আইভী, যে নির্বাচন নিয়ে বিরোধী পক্ষ বিশ্বাসযোগ্য কোনো অভিযোগ তুলতে পারেনি।

সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের এক আলোচনায় বক্তব্য রাখছিলেন রিজভী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দোয়া করতে এই আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘বর্তমান সরকারের তথাকথিত উন্নয়ন ফ্লাইওভার, সেতু দেখছে আর বন্দিশালায় ছটফট করছে।… তথাকথিত উন্নয়নের কথা বলে মানুষকে ভোলানো যাবে না। এখন পিছু হটার সুযোগ নেই। পিছু হটলে জাতি শত বছর পিছিয়ে পড়বে।’

বিএনপি নেতার অভিযোগ, ‘প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতায় থাকতে চান। ক্ষমতার ক্ষুধার জন্য মানুষ হত্যা করা হচ্ছে। মন্ত্রীদের দিয়ে মিথ্যা বলানো হচ্ছে। গোটা দেশ আজ বন্দিশালা। …কখন কাকে গুম করবে সেই ভয়ে সব সময় শঙ্কিত থাকে মানুষ।

দেশবাসী দুঃসময়ের মধ্যে দিন যাপন করছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘যারা গণতন্ত্র মুক্তির জন্য লড়াই করছে তারা কেউ ভালো নেই। আজ বিশ্ব মহামারির চেয়ে জাতীয় মহামারিতে বেশি আক্রান্ত দেশ। পুরো দেশ আজ অত্যাচার অনাচারে আক্রান্ত।

‘বিরোধী দল আজ প্রতিবাদ করলে, কর্মসূচি দিলে গুম হতে হয়, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। রেহাই পায় না মিডিয়াকর্মীরাও। তাদেরকেও বন্দি করা হচ্ছে, গুম করা হচ্ছে লাশ।’

‘মনে হয় পররাষ্ট্রমন্ত্রী প্রাথমিক পাস করেননি’

যুক্তরাষ্ট্রে গুম, পুলিশের গুলিতে হত্যার সংখ্যা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কথা শুনে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মনে হয়, মন্ত্রী বুঝি প্রাথমিক বিদ্যালয়ও পাস করেননি।

বিএনপির মুখপাত্র বলেছেন, নিজের পদ টিকিয়ে রাখতে মন্ত্রীরা একের পর এক অসত্য ও ভিত্তিহীন তথ্য দিচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘তিনি বললেন, আমেরিকায় প্রতি বছর ছয় লাখ লোক গুম হয়। আপনার তথ্য দেখলে মনে হয় আপনি প্রাইমারিও পাস করেননি। দুদিন পর পররাষ্ট্রমন্ত্রী আবার বললেন আমেরিকায় প্রতি বছর এক লাখ মানুষ গুম হয়।

‘প্রধানমন্ত্রীর কাছে নিজের পদ টিকিয়ে রাখতে মন্ত্রীরা একের পর মিথ্যা বলে যাচ্ছেন, ভিত্তিহীন তথ্য দিচ্ছেন।’

সম্প্রতি র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তুমুল আলোচনা হচ্ছে। বিরোধী দলগুলো অভিযোগ করছে, তাদের নেতা-কর্মীদের গুম-খুনে জড়িত এই বাহিনী।

তবে পররাষ্ট্রমন্ত্রী পাল্টা অভিযোগ তুলছেন যুক্তরাষ্ট্রের প্রতি। গত ১৮ ডিসেম্বর রাজধানীতে এক আলোচনায় সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের তথ্যমতেই প্রতি বছর সে দেশে ছয় লাখ মানুষ মিসিং হয়। পুলিশ ইন দ্য লাইন অব ডিউটি হাজারখানেক লোক মেরে ফেলে। আর আমাদের এখানে কালেভদ্রে কেউ মারা গেলেই বলবে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আপনারাই (সাংবাদিক) এসবের আসল মাতব্বর। আপনারাই বলেন বিনা বিচারে হত্যা, আর ওরা বলে ইন দ্য লাইন অব ডিউটি। সবাইকে আরও একটু সচেতন হতে হবে।’

‘বিদেশিদের মুখ বন্ধ করবেন কীভাবে’

বিদেশিরাও এখন মুখ খুলতে শুরু করেছে বলে মনে করেন রিজভী। তিনি বলেন, ‘আপনারা (সরকার) অত্যাচার, ভয় দেখিয়ে বিরোধী দল ও মতকে বন্ধ করতে পারেন। কিন্তু আমেরিকা, জার্মান, ব্রিটেনের মুখ বন্ধ করবেন কীভাবে? তারা কি দেখে না? তারা সবই দেখছে।’

র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অযৌক্তিক নয় দাবি করে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিএনপির ইলিয়াস আলী, চৌধুরী আলম, জনি, সুমনসহ অসংখ্য নেতা-কর্মীকে কালো মাইক্রোবাস দিয়ে তুলে নিয়ে গেছে। এগুলো কি আশপাশের মানুষ দেখে না? দেশের মানুষকে রক্তচক্ষু দেখাতে পারেন, কিন্তু বিদেশিদের পারবেন না।’

এ বিভাগের আরো খবর