বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচনি সহিংসতায় কৃষকের মৃত্যু

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২২ ১৮:৫৬

শৈলেন ভৌমিকের চাচা শ্বশুর প্রদীপ চৌধুরী জানান, সংঘর্ষে শৈলেন ভৌমিক চোখে এবং কপালে মারাত্মক আঘাত পান। চার দিন নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি বাড়ি ফিরে যান। এর পর বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় সোমবার দুপুরে অবস্থার অবনতি হয়ে তিনি মারা যান।

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার দাউদপুর গ্রামে নির্বাচনি সহিংসতায় আহত হওয়ার তিন সপ্তাহ পর এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে নিজ বাড়িতে মারা যান তিনি।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

মৃত শৈলেন ভৌমিক ওই গ্রামের মৃত হরগোবিন্দ ভৌমিকের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, গত ২৭ ডিসেম্বর পঞ্চম ধাপে খালিয়াজুরী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে দাউদপুর গ্রামের অজিত মহলানবীশ জয়ী হন। পরাজিত হন একই গ্রামের যতীন্দ্র মহলানবীশ।

নির্বাচনের পরদিন যতীন্দ্র ও অজিতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে অজিতের সমর্থক শৈলেন ভৌমিক, বিপ্লব, অনিক ও অপুসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের খালিয়াজুরী, জেলা সদর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শৈলেন ভৌমিকের চাচা শ্বশুর প্রদীপ চৌধুরী জানান, সংঘর্ষে শৈলেন ভৌমিক চোখে এবং কপালে মারাত্মক আঘাত পান। চার দিন নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি বাড়ি ফিরে যান। এর পর বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

এ অবস্থায় সোমবার দুপুরে অবস্থার অবনতি হয়ে তিনি মারা যান। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন, ‘সংঘর্ষের পর অজিত মহলানবীশ বাদী হয়ে ২৫ জনকে আসামি করে একটি মামলা করেছিলেন। ময়নাতদন্তে হত্যার অভিযোগ প্রমাণিত হলে ওই মামলাটিই হত্যা মামলায় রূপান্তরিত হবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার নেত্রকোণা সদর হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর