বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সচিবদের পিয়নরাও এমপিদের দাম দেন না: নাজিম

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২২ ১৮:২৮

এমপি নাজিম উদ্দিন বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগছি। একজন এমপির কোনো মূল্য নেই আমলার কাছে। জাতীয় সংসদ সদস্য হিসেবে একজন সচিবের কাছে গেলে মূল্যায়ন নেই।’

আমলাতন্ত্রের প্রভাব নিয়ে পরিকল্পনামন্ত্রীর পর এবার ক্ষোভ প্রকাশ করলেন সরকারদলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, সচিবদের পিয়ন পর্যন্ত সংসদ সদস্যদের (এমপি) মূল্যায়ন করেন না।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগছি। আমলারা যেভাবে আমাদের ওপর… একজন এমপির মূল্যায়ন নাই। এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তারা যেভাবে শ্রদ্ধা করবে, শ্রদ্ধাবোধ নাই। পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না। স্যারডা না বইলা পারে না।’

সোমবার তিনি এই বক্তব্য রাখেন।

নাজিমউদ্দিন বলেন, ‘সত্য কথা বলতে কি, আজ আপনার যারা সংসদ অধিবেশনে রয়েছেন, তাদের কাউকে আমলারা কোনো মূল্যায়ন করেন না। স্যারটা হয় বলে, সেটা বলেন।...আমার মনে হয় আমলাতন্ত্রের হাতে আমরা জিম্মি হয়ে গেছি। কাজেই আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

‘ন্যায়-অন্যায়ের ভিত্তিতে কাজ করতে হবে। ন্যায়-অন্যায়ের ভিত্তিতে এগিয়ে যেতে হবে।আমলাতান্ত্রিক জটিলতায় এলাকার যে উন্নয়ন কাজগুলো স্থবির হয়ে আছে, সেগুলো এগিয়ে নিতে স্পিকারের মাধ্যমে অনুরোধ করতে চাই।’

এর আগে গত ৩০ ডিসেম্বর রাজধানীর এক অনুষ্ঠানে আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ওইদিন তিনি বলেন, ‘বিদেশিরাও এ দেশে বিনিয়োগ করতে গিয়ে আমলাতন্ত্রের মধ্যে পড়ে যান। এই অঞ্চলে রাজনীতিবিদদের তুলনায় আমলারা অনেক বেশি কর্তৃত্ববাদী।’

সরকারি দলের পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের কারণেই আমলারা এভাবে পেয়ে বসেছে।

আমলাতন্ত্র ছাড়াও নাজিমউদ্দিন কথা বলেন অনলাইন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব নিয়ে। এই সাইটে নানা গুজব ছড়ানো হচ্ছে দাবি করে সেটি বন্ধ করে দেয়ার প্রস্তাব করেন তিনিন।

নাজিম বলেন, ‘ইউটিউবে আজ দেখি খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন। দেশের সেনাপ্রধানকে ক্ষমতা থেকে টেনে নামানো হচ্ছে।

‘এসব প্রতিরোধে দেশের তথ্য মন্ত্রণালয় কী করে? এমন মিথ্যা ছড়িয়ে গ্রামের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব গুজব প্রতিহত করতে দরকার হলে ইউটিউব বন্ধ করে দিন। তবুও এসব বিভ্রান্তকারীদের সঙ্গে আপসের দরকার নেই।’

বিএনপি নির্বাচন চায় না উল্লেখ করে এই সাংসদ বলেন, ‘তারা (বিএনপি) কি গণতন্ত্র চায়? তারা তো নির্বাচনে অংশ নিতেই চায় না। দেখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ইভিএমে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

‘বিএনপি বলছে ইভিএমের মাধ্যমেও ভোট জালিয়াতি হয়। যুক্তরাষ্ট্রেও ইভিএমের মাধ্যমে নির্বাচন হচ্ছে। নির্বাচনে হেরে গিয়ে কোনো যুক্তি না পেয়ে এই যুক্তি দাঁড় করিয়েছে বিএনপি।’

এ বিভাগের আরো খবর