সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। শাবি উপাচার্যের নির্দেশে এই হামলা হয়েছে- এমন অভিযোগ তুলে তারা এ ঘটনায় বিচার দাবি করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই কর্মসূচি হয়।
সেখানে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ঐক্যের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেকোনো যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারেন। ক্যাম্পাস গণতন্ত্র ও মুক্তচিন্তা চর্চার জায়গা। এমন একটি স্থানে যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ছাত্রলীগ ও পুলিশের হামলা ন্যক্কারজনক।
‘এতে আমাদের অনেক শিক্ষার্থী ভাই ও বোনেরা গুরুতর আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দ্রুত হামলার ভিডিও ফুটেজ দেখে এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’
ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. রিফাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন একটি ক্যাম্পাসের সর্বোচ্চ অভিভাবক। সেই অভিভাবকের মদদে যখন পুলিশ বাহিনী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তখনই বোঝা যায় সেখানকার অবস্থা।
‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের প্রতিটি আন্দোলনে হামলা চালানো হচ্ছে। এটি একটি দেশের জন্য মোটেও ভালো কিছু নয়।’
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামশাদ নওশীন বলেন, ‘শাবিপ্রবিতে শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। উপাচার্যের নির্দেশে তাদের উপর পুলিশের হামলা ও গুলিবর্ষণ বর্বরোচিত কাণ্ড। পুলিশ শাবিপ্রবি ক্যাম্পাসে একটা তুলকালাম কাণ্ড সৃষ্টি করেছে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।
‘এই ঘটনার বিচার চাই আমরা, তা না হলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও কঠোর আন্দোলনে নামবেন।’
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন। ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ভোলা সড়কের মোড় হয়ে ফের ক্যাম্পাসে গিয়ে শেষ হয় মিছিলটি।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার দুপুর ১২টার দিকে মানববন্ধনে তারা শাবির শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান।
বক্তারা জানান, পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে উপাচার্য তার পদে থাকার নীতিগত অধিকার হারিয়েছেন।
তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান এবং অবিলম্বে ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ভিসির পদত্যাগের দাবি করেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনার পর রোববার রাতেই বিক্ষোভ করেন সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবাদ চলে সোমবারও।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর সাড়ে ১২টার দিকে ৪৯তম ব্যাচের আয়োজনে মানববন্ধন হয়।
ওই ব্যাচের ছাত্র ইমরান হোসেন শুভ বলেন, ‘বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার কোনোটাই ছাত্রবান্ধব না। আমরা চাই বিশ্ববিদ্যালয় যেন ছাত্রবান্ধব হয়। নিজের অধিকার আদায় করতে শিক্ষার্থীদের যেন আর রক্ত ঝরাতে না হয়।’
মানববন্ধনে একাত্মতা জানান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ ও সাংস্কৃতিক জোট।