করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি যারা মারা যাচ্ছেন তাদের ৮০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনা পরিস্থিতি নিয়ে সোমবার বেলা সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশে সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের ৮০ শতাংশই টিকা নেননি। আমাদের টিকার কোনো অভাব নেই। আপনারা টিকা নিন, সুস্থ থাকুন।’
করোনার নতুন ধরন ওমিক্রনে শনাক্তের হার ঢাকায় বেশি বলে জানান স্বাস্থ্যের ডিজি। বলেন, ‘ঢাকা শহরে করোনার নতুন ধরন ওমিক্রনে শনাক্ত বাড়ছে। তবে অন্য শহর বা গ্রামে এ ধরনে শনাক্ত এখনও অনেক কম।’
দেশে করোনা সংক্রমণ প্রতিদিন বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘করোনা শনাক্তের হার প্রতিদিন বাড়ছে। আজও করোনা শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। আজ করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ১০ জন।’
করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আজ বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ বিষয়ে বলেছেন। যাদের বয়স ৫০ বছরের মধ্যে তাদের সবাইকে বুস্টার ডোজ দেয়া হবে। পর্যায়ক্রমে বিভিন্ন সেক্টরে কাজ করা শ্রমিকদের টিকার আওতায় আনা হবে।’