বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘গাছের কী অপরাধ ছিল’

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২২ ১৭:৩৮

মজিবুর বলেন, ‘জমিজমা নিয়ে আমার কারো সঙ্গে কোনো রকম ঝামেলা নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আমি নৌকার প্রার্থীর হয়ে কাজ করি। ধারণা করছি, এ কারণেই বিরোধী প্রার্থীর লোক আমার বাগানের গাছ কেটে দিয়েছে। আমি থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।’

নওগাঁর ধামইরহাটে এক কৃষক দুর্বৃত্তদের বিরুদ্ধে তার বাগানের ৭০০ আমগাছ কেটে দেয়ার অভিযোগ করেছেন।

ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।

মজিবুর রহমান নামের ওই কৃষক নিউজবাংলাকে জানান, দুই বছর আগে তিনি ১ একর ৪৯ শতাংশ জমিতে ৭০০ আম্রপালি গাছের চারা লাগান। গাছগুলোতে মুকুল আসার সময়ে দুর্বৃত্তরা সব গাছ কেটে দেয়।

মজিবুর বলেন, ‘জমিজমা নিয়ে আমার কারো সঙ্গে কোনো রকম ঝামেলা নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আমি নৌকার প্রার্থীর হয়ে কাজ করি। ধারণা করছি, এ কারণেই বিরোধী প্রার্থীর লোক আমার বাগানের গাছ কেটে দিয়েছে। আমি থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।

‘আমি একজন কৃষক। আমার এতগুলো আমগাছ কেটে ফেলল। গাছের কী অপরাধ ছিল? যারাই এর সঙ্গে জড়িত থাকুক তাদের কঠিন শাস্তি দাবি করছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই তাদের এলাকায় বিভিন্ন ধরনের সহিংসতা বেড়ে গেছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গণি বলেন, ‘এক কৃষকের ৭০০ গাছ কেটে ফেলা হয়েছে শুনেছি। তবে এখন পর্যন্ত তিনি থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর