বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০ পেরোল শনাক্ত হার, মৃত্যু ১০

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২২ ১৭:১৪

গত এক দিনে দেশের ৮৫৫ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮০টি। শনাক্ত হার ২০ দশমিক ৮৮ শতাংশ, যা ১১ আগস্টের পর সর্বোচ্চ।

দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৭৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা ১৮ আগস্টের পর সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে এই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের। বেড়েছে শনাক্ত হারও।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩২৭ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৫৪ জনের।

গত এক দিনে দেশের ৮৫৫ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮০টি। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ, যা ১১ আগস্টের পর সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ চার, নারী ছয় জন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ১, ষাটোর্ধ্ব ৩ এবং ৭০ বছরের বেশি ৪ জন।

মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা বিভাগের সবচেয়ে বেশি। এই বিভাগে ৭ জন মারা গেছে। এ ছাড়া চট্টগ্রামে ২ জন ও বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সপ্তাহ ব্যবধানে বেড়েছে শনাক্ত-মৃত্যু

করোনা সংক্রমণ এক সপ্তাহ ব্যবধানে (১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি) মৃত্যু বেড়েছে ৬৮ শতাংশ ও শনাক্তের সংখ্যা বেড়েছে ২৯ দশমিক ৯ শতাংশ। আগের সপ্তাহ (৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পর্যন্ত শনাক্ত হয়েছিল ৭ হাজার ২৩৪ জন।

সবশেষ এক সপ্তাহে সংক্রমণ দাঁড়িয়েছে ২৪ হাজার ১১ জন। এ সময়ে মৃত্যুর হারও বেড়েছে। গত সপ্তাহে ২৫ জনের মৃত্যু সংবাদ আসলেও এই সপ্তাহে তা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে।

দেশে প্রতিদিন যত রোগী শনাক্ত হচ্ছে তার সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টার এই বিভাগে ২০ হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৮৯ জনের দেহে।

গত ৪ অক্টোবর দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর ৭ জানুয়ারি প্রথমবারের মতো শনাক্তের হার ৫ শতাংশ ছাড়ায়। এরপর প্রতিদিনই শনাক্তের হার বেড়েছে। একদিন ছাড়া রোগীর সংখ্যাও বেড়েছে প্রতিদিন। চলতি বছরের প্রথম ১৭ দিনে করোনা শনাক্তের হার ৭ গুণ বেড়েছে।

এ বিভাগের আরো খবর