স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বা এসইউবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমীন।
আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাকে নিয়োগ দিয়েছেন।
এর আগে অধ্যাপক নওজিয়া ইয়াসমীন একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফার্মেসি অ্যান্ড হেলথ সায়েন্সের ডিন এবং পাবলিক হেলথ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
ডা. নওজিয়া ইয়াসমীন ২০০০ সালে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের বিষয়ে স্নাতকোত্তর (এমপিএইচ) অর্জন করেন।
তিনি ২০০১ সালে ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজি থেকে ক্লিনিক্যাল আল্ট্রাসনোগ্রাফিতে সার্টিফিকেট কোর্স শেষ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৯৩ সালে ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩ সাল থেকে এ বিভাগে অধ্যাপনায় নিয়োজিত আছেন।
ডা. ইয়াসমীন এসইউবির থিসিস গবেষণা প্রকল্পের সুপারভাইজার, সহ-তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। যেখানে এ পর্যন্ত প্রায় এক হাজারের বেশি গবেষণার কাজ হয়েছে।
তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), জনস্বাস্থ্য সমিতি, বাংলাদেশ (পিএইচএফ, বিডি)-এর সদস্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য।
দেশ-বিদেশের বিভিন্ন সম্মেলন, সেমিনার, কর্মশালায় অংশ নেয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে ৭০টিরও বেশি প্রবন্ধ লিখেছেন।