রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মৃত্যু হয়েছে এক পুলিশ সদস্যের।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তিনি মারা যান।
মীর আব্দুল হান্নান এপিবিএন পুলিশের এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হান্নানের স্ত্রীর বড় ভাই (সম্মন্ধি) আব্দুল মোমেন।
রোববার বিকেলে আব্দুল হান্নানের কর্মস্থল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছুটি নিয়ে সাতক্ষীরায় বাড়িতে যেতে বাসে ওঠেন। পরে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় বাসে অচেতন অবস্থায় ছিলেন।
পরে তার কাছে থাকা মোবাইল নিয়ে পথচারীরা ফোন করে স্বজনদের বিষয়টি জানান। তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে পাকস্থলী পরিষ্কার করার পর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
আব্দুল হান্নানের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পুলিশ সদস্যকে রাতে মিটফোর্ড হাসপাতালে পাঠানোর পর আজ সকালে তিনি মারা যান। তার মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’