বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২২ ১৯:০৩

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার রোববার সন্ধ্যা ৬টায় বলেন, ‘এখন পর্যন্ত যে খবর এসেছে তাতে আমরা ধারণা করছি নারায়ণগঞ্জ সিটিতে প্রায় ৫০ শতাংশ, টাঙ্গাইল-৭ আসনে ৩০ শতাংশ এবং পাঁচ পৌরসভায় ৬০ শতাংশ ভোট পড়েছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

রোববার ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘আজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ সংসদীয় আসনের উপনির্বাচন এবং পাঁচটি পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

‘নির্বাচন কমিশন কন্ট্রোল রুমের মাধ্যমে সব এলাকায় ভোট পর্যবেক্ষণ করা হয়েছে। এখন পর্যন্ত এ নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।’

ইসি সচিব বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর এসেছে তাতে নারায়ণগঞ্জ সিটিতে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। টাঙ্গাইল-৭ আসনে ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ। এর বাইরে পাঁচ পৌরসভায় ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ।’

ধাপে ধাপে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন সময়ে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল ইসি। রোববারের নির্বাচনে সে তুলনায় কম ভোট পড়লেও ভোটারের ব্যাপক উপস্থিতি ছিল বলে দাবি করেন ইসি সচিব।

ভোট কম পড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে এর আগেও ইভিএমের মাধ্যমে ভোট হয়েছিল। সিটি নির্বাচনের আগেও আমরা বিভিন্ন জায়গায় মক ভোটিংয়ের ব্যবস্থা করি। মনে হচ্ছে নারায়ণগঞ্জের মক ভোটিংয়ের সময় নারী ভোটাররা সেভাবে অংশ নেননি। ফলে আজ নির্বাচনের দিন তাদেরকে লাইনে দাঁড়িয়ে ইভিএম সম্পর্কে বুঝাতে সময় লেগেছে প্রিসাইডিং অফিসারের। এতে ভোট নিতে একটু সময় বেশি লেগেছে। অবশ্য লাইনে দাঁড়ানো সবাইকে ভোট দিতে দেয়া হয়েছে।’

রোববার ভোটগ্রহণের পর এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘নারায়ণগঞ্জের সংসদ সদস্য নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এটা নিরপেক্ষতার লক্ষণ নয়। এমনকি তফসিল ঘোষণার পর বেশকিছু মানুষকে গ্রেপ্তার করাও উচিত হয়নি।’

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এ ব্যাপারে আসলে আমাদের মাননীয় কমিশনার মাহবুব তালুকদার স্যারই ভালো বলতে পারবেন। তবে আমাদের কমিশনের কাছে এই তথ্যগুলো ছিল না। নির্বাচনে দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের কাছে যতগুলো অভিযোগ এসেছিল তিনি সেগুলো অ্যাড্রেস করেছেন।’

এ বিভাগের আরো খবর