নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর রোববার বেলা পৌনে ৪টার দিকে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন লাকী। বলেন, ‘২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা। সব অভিযোগ কেবলই অপপ্রচার। বাস্তবের সঙ্গে এর মিল নেই।’
অন্যদিকে দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিল্পকলা একাডেমির মহাপরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক কোনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না।’
অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে রোববার সকালে শিল্পকলার ডিজিকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।
সকাল ১০টায় দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকী অনিয়মের মাধ্যমে সরকারি তহবিল থেকে ২৬ কোটি টাকা তুলে নেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে।
এ ছাড়া তার বিরুদ্ধে ঘুষ নেয়া, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
সুনির্দিষ্ট এসব অভিযোগের ভিত্তিতে তার কাছে ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দ বাজেট এবং ব্যয়সংক্রান্ত রেকর্ডপত্র চায় দুদক। এ ছাড়া ২০২০-২১ অর্থবছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনের রেকর্ডপত্রসহ ব্যয়ের বিভিন্ন ভাউচার, ক্যাশবই নথি চাওয়া হয়।