রাজধানীর সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধারের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে গাজীপুরের শ্রীপুর এবং রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মো. রুবেল মিয়াকে হত্যার অভিযোগে দারুস সালাম থানার মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তার দুজন হলেন আব্দুল জলিল ও আব্দুল মন্নান।
রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘গত ৫ জানুয়ারি সকাল ১০টার দিকে রুবেল মিয়া লালমনিরহাট সদর এলাকা থেকে নিখোঁজ হন। পরে ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ১০ তলা ভবনের পঞ্চম তলার ৮১৬ নম্বর কক্ষ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
‘এ ঘটনায় নিহতের চাচা শুক্রবার দারুস সালাম থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আব্দুল জলিল ও আব্দুল মন্নানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল জলিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ৯ জানুয়ারি বিকেলে বাঙলা কলেজের ভবন থেকে মোবাইল ফোন ও টাকা চোর সন্দেহে তাকে আটক করেন তারা। একপর্যায়ে হাত রশি দিয়ে বেঁধে একই রশি দিয়ে গলায় ফাঁস দেয়া হয় রুবেলকে। মৃত্যু হলে তাকে ফেলে পালিয়ে যান তারা।’
রুবেল লালমনিরহাট থেকে বাঙলা কলেজে কীভাবে এলেন, এমন প্রশ্নে যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে এখনও ওভাবে জিজ্ঞাসা করার সুযোগ পায়নি। আসামিদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।’