চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের সঙ্গে চাঁদের গাড়ির সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ায় রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মুক্তার হেসেন নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
নিহত ১৮ বছর বয়সী মুহাম্মদ সাজিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের আব্দুল মন্নানের ছেলে। আহত দুজন হলেন মো. লোকমান ও মো. তারেক।
স্থানীয়দের বরাতে পরিদর্শক মুক্তার হেসেন জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় হাটহাজারীমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুহাম্মদ সাজিম মারা যান।
তিনি বলেন, ‘আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
ট্রাক ও চাঁদের গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।