অর্থ আত্মসাৎসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম রোববার সকাল ১০টার দিকে এ জিজ্ঞাসাবাদ শুরু করেন।
প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকা লাকী অনিয়মের মাধ্যমে সরকারি তহবিল থেকে ২৬ কোটি টাকা তুলে নেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে।
তার বিরুদ্ধে ঘুষ নেয়া, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
সুনির্দিষ্ট এসব অভিযোগের ভিত্তিতে লাকীর কাছে ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দ বাজেট এবং ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র তলব করা হয়েছে।
এ ছাড়া ২০২০-২১ অর্থবছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্রসহ ব্যয় সংক্রান্ত বিভিন্ন ভাউচার, ক্যাশ বই, নথি চাওয়া হয়।