বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিকেলে অভিযোগের পর রাতে নির্ভার তৈমূর

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২২ ০০:৫০

শনিবার রাত ৯টার দিকে তৈমূরের বাসায় দেখা যায়, কমনরুমে ২৫-৩০ জন সমর্থক নিয়ে টেলিভিশন দেখছেন তিনি। নির্বাচনের খবরগুলো নিয়ে করছেন বিশ্লেষণ। কিছু সময় পরপর নেতাকর্মীরা আসছেন। তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে দিচ্ছেন নানা দিক নির্দেশনা।

ভোটের আগের রাতটা অনেকটায় নির্ভার থাকতে দেখা গেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে। নেতাকর্মীদের নিয়ে নিজ বাসায় টেলিভিশনে নির্বাচনের খবর ও এসব নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন বিএনপির সাবেক এই নেতা।

শনিবার রাত ৯টার দিকে তৈমূরের বাসায় দেখা যায়, কমনরুমে ২৫-৩০ জন সমর্থক নিয়ে টেলিভিশন দেখছেন তিনি। নির্বাচনের খবরগুলো নিয়ে করছেন বিশ্লেষণ।

কিছু সময় পরপর নেতাকর্মীরা আসছেন। তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে দিচ্ছেন নানা দিক নির্দেশনা। এই অবস্থা চলে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত। এরপর ধীরে ধীরে ফিরতে থাকেন সমর্থকরা। বিশ্রামে চলে যায় তৈমূর।

এই সময়ের মধ্যে একটি ফোন কলে তৈমূরকে কিছুটা গম্ভীর হতে দেখা যায়। ফোনে তাকে বলতে শোনা যায়, ‘কেন্দ্র ছাইড়া যাইও না।’

তৈমূর আলম খন্দকার নিউজবাংলাকে জানান, সকাল ৮টায় মাজদাইরের আদর্শ স্কুলে ভোট দিতে তিনি বের হবেন।

তৈমুরের এক নির্বাচনি এজেন্ট নিউজবাংলাকে বলেন, ‘আমাদের আশঙ্কা সরকার নির্বাচন প্রভাবিত করতে চাইবে। সে জন্য কোনো ম্যাকানিজম হতে পারে। আমাদেরও কিছু সোর্স আছে, ভেতরের খবর রাখছি সবসময়। এখন পর্যন্ত সব ঠিক আছে।’

এর আগে বিকেলে তৈমুর নিজ বাসার সংবাদ সম্মেলন করে বলেন, ‘যাদের কাছে আমাদের অভিযোগ দেয়ার কথা, তারাই নির্বাচনকে কলুষিত করছে। সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করছে। আমার বাসার সিসিটিভি ফুটেজ চেক করেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দেখেন।

তৈমূর বলেন, ‘যারা আমার হয়ে নির্বাচনের নানা কাজের দায়িত্বে আছেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। হেফাজতের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের চিফ এজেন্ট এটিএম কামালের বাড়িতে তল্লাশি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতির বাড়িতেও তারা গেছেন। এরকম যারা আমাকে সমর্থন করছে তাদের বাড়িতেই পুলিশ যাচ্ছে।

‘আমরা এতে ভীত না। আমরা মাঠে থাকবে। মৃত্যু হলে ভোটের মাঠেই হবে।’

এ বিভাগের আরো খবর