নারায়ণগঞ্জের কাঁচপুরে লেগুনায় বাসের ধাক্কায় মোহাম্মদ ফারুক নামে লেগুনার চালক নিহত হয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
ফারুকের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব হাতিপাড়া গ্রামে।
নিহতের ভাই মোশারফ হোসেন জানান, সকালে রূপগঞ্জের গাউছিয়া থেকে লেগুনায় যাত্রী নিয়ে কাঁচপুরের উদ্দেশে যান ফারুক। কাঁচপুর পাম্পের সামনে বিপরীত থেকে আসা যাত্রীবাহী বাস লেগুনায় ধাক্কা দেয়। এতে ফারুক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনার পর চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য ফারুকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।