ঢাকার ধামরাইয়ে একটি কারখানায় কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে ঈমান আলী নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ধামরাই পৌরসভার থানা বাসস্ট্যান্ড এলাকার আতাউর রহমান ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ‘হাতি মার্কা কড়াই’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঈমান আলী (৬২) মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বাগজান এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি ওই কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ঈমান। পরে কারখানার লোকজন উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার উপপরিদর্শক মো. বদিউজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘নিহত ঈমান ওই কারখানায় বিদ্যুতের কাজ করতেন। তার মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবার এলে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।’