ভারতের কলকাতায় একটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র প্রকাশ করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।
ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) হাউসে অনুষ্ঠিত ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, মেকাট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল পাওয়ার (আইইএমপাওয়ার-২০২১)-এর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে এ গবেষণাপত্র প্রকাশ করা হয়।
গত বছরের ২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনের সঙ্গে যুক্ত ছিল যুক্তরাজ্যের আইইটি ও স্মার্ট সোসাইটি।
প্রকাশিত গবেষণাপত্রের প্রধান লেখক ও প্রধান গবেষক ছিলেন সিইউবির ইইই বিভাগের প্রভাষক পাবেল সিকদার।
‘প্রত্যন্ত অঞ্চলের জন্য নভেল সেমি-অ্যাকটিভ হাইব্রিড এনার্জি স্টোরেজ সিস্টেমসহ একটি স্ট্যান্ড-অ্যালোন ফটোভোলটাইক ডিসি মিনি-গ্রিড’ শিরোনামে তার গবেষণাপত্রটি প্রকাশ হয়। এটি আলোচিত ও মর্যাদাপূর্ণ আমেরিকান ইনস্টিটিউট অফ ফিজিক্স (আআইপি) জার্নালে প্রকাশ হবে।
সিইউবির ইইই বিভাগের বিভাগীয় প্রধান এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের (সিআরআই) পরিচালক অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রহমান, শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগের সিনিয়র লেকচারার ও বিভাগীয় প্রধান জাকির হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক হাসানুজ্জামান ও প্রভাষক আশরাফুল কবির সহ-গবেষক হিসেবে গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।
অধ্যাপক শাহরুখ আদনান খান তার ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সিইউবিকে গবেষণা ও উন্নয়ন খাতে পরবর্তী স্তরে নিয়ে যেতে বদ্ধপরিকর।