ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবোঝাই লরিচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন দুজন।
গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট এলাকায় শনিবার বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা বেগম।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘একটি অটোরিকশা উপজেলার ধোপাঘাট এলাকায় এসে যাত্রী নামাচ্ছিল। এ সময় দ্রুতগতির লরি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাজেদা খাতুনের মৃত্যু হয়। বকুলা বেগমসহ দুজন আহত হন। তাদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বকুলা বেগমের মৃত্যু হয়।’
ওসি বলেন, ‘ওই দুই নারী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে অটোরিকশায় উঠেছিলেন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে এর আগেই পালিয়েছে বালুবোঝাই লরির চালক। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’