চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে ৩৫টি সরস্বতীর প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে শাকপুরা ইউনিয়নে লালারহাট এলাকায় মৃৎশিল্পী বাসুর কারখানায় এ ঘটনা ঘটে।
মৃৎশিল্পী বাসু দেব পাল নিউজবাংলাকে বলেন, ‘লালারহাট বাজারে আশ্রয়ণ প্রকল্পের পেছনে আমার কারখানা। প্রতিমাগুলো তৈরি করে সাধারণত বাইরে রাখি আমরা। কিন্তু গতকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় আমরা প্রতিমাগুলো আশ্রয়ণ প্রকল্পে তৈরি ঘরের বারান্দায় রাখি। সকালে উঠে দেখি ৩৫টি প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আমার সঙ্গে কারও শত্রুতা নেই, এর আগেও কখনও এ রকম ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শ্যামল কুমার টিস্যু বলেন, ‘আমি একটু আগে খবর পেয়েছি, বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, আমিও যাব।’
শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ নিউজবাংলাকে বলেন, ‘আপনার কাছেই আমি জানতে পারলাম, আমাকে তো কেউ জানায়নি এটা। আমি খোঁজ নিয়ে দেখছি।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম নিউজবাংলাকে বলেন, ‘সরস্বতীর প্রতিমাগুলো রাস্তার পাশে উন্মুক্ত জায়গায় ছিল। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। আমিও যাব৷ বিষয়টি আসলে কী তা এখনও বিস্তারিত বলা যাচ্ছে না।’