ফেনীতে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন প্রবাসী তুষার ও তার ভাই বিপ্লব। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। তাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকায়।
আহতরা হলেন ১১ বছর বয়সী প্রণব এবং গাড়ির চালক সাজ্জাদ। তাদের দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, চিকিৎসা নিতে ঢাকায় গিয়েছিলেন তুষার। সেখান থেকে ফেরার পথে তাদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারায়। গাছের সঙ্গে ধাক্কায় কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনস্থলেই মৃত্যু হয় দুইজনের।
নিহতদের মরদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।