বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনের দিকে যেতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২২ ১৩:৩০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। বিধিনিষেধ মানলে লকডাউনের প্রয়োজন নেই। লকডাউন দিলে দেশের ক্ষতি, দেশের অর্থনীতির ক্ষতি। আমরা সেদিকে যেতে চাই না। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

সরকারঘোষিত ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি আশঙ্কাজনক হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মানিকগঞ্জ সদর হাসপাতালে সিটি স্ক্যান ও ডায়ালাইসিস ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ মন্তব্য করেন তিনি।

গত কয়েক দিন ধরে দেশে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী। পরিস্থিতির অবনতি হলে লকডাউন দেয়া হবে কি না চলছে সে আলোচনা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। বিধিনিষেধ মানলে লকডাউনের প্রয়োজন নেই। লকডাউন দিলে দেশের ক্ষতি, দেশের অর্থনীতির ক্ষতি।

​‘আমরা সেদিকে যেতে চাই না। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

‘কোভিড এখন ঊর্ধ্বমুখী। শুক্রবার ৪ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে। শনাক্তের হার এখন ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন এভাবে আক্রান্তের হার বাড়াটা আশঙ্কাজনক।’

জাহিদ মালেক বলেন, ‘রাস্তাঘাট, দোকানপাট, শপিং মল এবং বাণিজ্য মেলায় অনেকে মাস্ক পরে না, এটা দুঃখজনক। আমাদের সবচেয়ে বড় প্রতিরোধ হলো মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা ও টিকা নেয়া।

‘সরকার যে ১১ দফা হেলথ গাইডলাইন দিয়েছে, আমরা যদি তা না মানি দেশের অনেক ক্ষতি হবে। আমাদের নিজের জন্য, পরিবারের জন্য ও দেশের জন্য স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে।'

এ বিভাগের আরো খবর