ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কমিটি জানুয়ারি মাসের মধ্যেই করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ।
হল কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ চার নেতার মধ্যে শুক্রবার রাতে হওয়া বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত এক নেতা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা জানান, রাজধানীর ধানমন্ডির ‘কড়াই গোস্ত’ নামের রেস্তোরাঁয় শুক্রবার রাত ১০টায় চার নেতার বৈঠক শুরু হয়। দেড় ঘণ্টা ধরে চলে এ বৈঠক।
বৈঠক নিয়ে নিউজবাংলাকে ওই নেতা বলেন, ‘এই মাসের মধ্যেই হল কমিটি করে ফেলার সিদ্ধান্ত হয়েছে। এখন শুধু আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতার সাথে কথা বলার আনুষ্ঠানিকতা বাকি আছে। কাল-পরশুর মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমরা তারিখ জানিয়ে দেয়ার চেষ্টা করব। প্রতিটি হলের ভালো ছেলেদেরই কমিটিতে নিয়ে আসা হবে।’
এর আগে গত বুধবার রাতে কমিটি গঠন না হওয়ায় বিভিন্ন হলের পদপ্রত্যাশীদের তোপের মুখে পড়েন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
হল কমিটি গঠন নিয়ে অসহযোগিতার অভিযোগে পদপ্রত্যাশীরা এ দুই কেন্দ্রীয় নেতার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালে চলতি মাসের মধ্যেই তারা কমিটি গঠনের আশ্বাস দেন।