নারায়ণগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচনে নৌকাকে রুখে দেয়ার ক্ষমতা এ অঞ্চলে কারও নেই।
আগামী রোববারের ভোট সামনে রেখে শেষ দিনের প্রচারে শুক্রবার দিনভর ব্যস্ত ছিলেন নৌকা মার্কার প্রার্থী।
২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উড়িয়ে দিয়ে জয় পাওয়া এই তেজস্বী নারী এবার টানা তৃতীয় জয়ের আশায় বিভোর। তিনি বলেন, ‘আওয়ামী লীগের জন্ম হয়েছে নারায়ণগঞ্জে। ইতিহাস-ঐতিহ্যের এই নারায়ণগঞ্জকে কালক্রমে কলঙ্কিত করা হয়েছে, দূষিত করা হয়েছে, বিষাক্ত করা হয়েছে। এই দূষিত, কলঙ্কিত, বিষাক্তমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ওয়াদা হলো নৌকা আইভীকে দেয়া।’
নারায়ণগঞ্জবাসীর ‘দুয়ারে শান্তির বার্তা নিয়ে’ এসেছেন উল্লেখ করে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। নিশ্চয় এই নৌকা আইভীর নৌকা। এই নৌকা বিজয়ের নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা। নৌকাকে রুখে দেয়ার ক্ষমতা কারও নেই, কারও নেই, কারও নেই।’
২০১১ সালে আইভীর সঙ্গে লড়াই হয়েছিল নিজ দলের নেতা শামীম ওসমানের সঙ্গে। লক্ষাধিক ভোট জিতে প্রমাণ রাখেন রাজনীতি করতে নিউজিল্যান্ড থেকে তার ফেরাটা ভুল ছিল না।
সেই নির্বাচনে বিএনপি সমর্থন দিয়েছিল তৈমূর আলম খন্দকারকে। কিন্তু ভোটের মাঝে আইভী-শামীমকে রেখে দলটি শেষ মুহূর্তে সরে দাঁড়ায় দৃশ্যত বড় ধরনের কোনো অভিযোগ না তুলেই।
সেই তৈমূর এবার আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে বিএনপির নয়, স্বতন্ত্র প্রার্থী তিনি। দলটি বর্তমান সরকারের অধীনে আর ভোটে না যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে রাজধানী-লাগোয়া জনপদটিতে আওয়ামী লীগ-বিএনপির লড়াইয়ের আমেজ।
আইভী শেষ দিনের প্রচারে এসে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র এবং পরে দুই মেয়াদের সিটি মেয়র হিসেবে তার করা উন্নয়নের কথা তুলে ধরে আরও পাঁচ বছরের জন্য নারায়ণগঞ্জবাসীকে ‘সেবা’ করার সুযোগ চান।
শুক্রবার প্রচারে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র এবং পরে দুই মেয়াদে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি: সাইফুল ইসলাম/ নিউজবাংলাবিকেলে শহরের ২ নম্বর রেলগেটে মোড়ে পথসভায় অংশ নেন নৌকা মার্কার প্রার্থী। তিনি বলেন, ‘পুনরায় নারায়ণগঞ্জবাসীকে আমি বলব, আমাকে আপনারা পাঁচ বছরের জন্য খেদমত করার সুযোগ দিন। আমি আমার বাবার মতো আপনাদের খেদমত করতে জীবনকে বাজি রেখেছি। যেকোনো সময় আমার জীবনে অনেক কিছু ঘটতে পারে। আমি আপনাদের জন্য মৃত্যুকেও বরণ করে নিতে রাজি আছি।’
নারায়ণগঞ্জবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন জানিয়ে আইভী বলেন, ‘নিজের ঘর-সংসারের দিকে তাকাইনি। এসেছি আপনাদের সেবা করতে। নিশ্চয় আপনারা আমাকে বিমুখ করবেন না।’
তার আমলে নারায়ণগঞ্জের আনাচে-কানাচে উন্নয়ন হয়েছে দাবি করে নৌকা মার্কার প্রার্থী বলেন, ‘নিশ্চয় এই ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন। নারায়ণগঞ্জকে সুন্দর নগরী গড়ার জন্য, শিশুবান্ধব নগরী গড়ার জন্য, শীতলক্ষ্যা ব্রিজ করার জন্য, পরিবেশবান্ধব নগর গড়ার জন্য নিশ্চয়ই আপনারা আমাকে ভোট দেবেন।’
পথসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আইভীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নারায়ণগঞ্জবাসী যদি আইভীকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে নারায়ণগঞ্জের উন্নয়নের সব দায়িত্ব তার।’
ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুর রহমান বলেন, ‘রোববারের ভোটে আইভীকে রুখে দেবে এমন শক্তি নারায়ণগঞ্জে নেই।’
তৈমূর আলম খন্দকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘প্রথমে বলেছিলেন বিএনপির প্রার্থী। তারপর বললেন, বিএনপির প্রার্থী না। তারপর বললেন মানুষের প্রার্থী। তারপর বললেন হাতি মার্কার প্রার্থী। কিন্তু আমি বলতে চাই, রোববার বনের হাতি বনে ফিরে যাবে, নৌকার বিজয় হবেই।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সেলিনা হায়াৎ আইভী নির্বাচিত হলে এই নগর উন্নত-সমৃদ্ধ হবে, সেই ওয়াদা আপনাদের সামনে এসে করে গেলাম। তার পক্ষেই সম্ভব হবে এই এলাকার উন্নয়ন।’
পথসভার পর একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। যার নেতৃত্বে ছিলেন আইভী।