বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকা ফুটা, জিতবে হাতপাখা: মাসুম বিল্লাহ

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২২ ১৭:২৩

‘আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমূর কোটি টাকা চুরি করেছেন। তৈমূরের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসেনি। তার মানে তিনি দুর্নীতিবাজ। তার হাতি মার্কায় ভোট দেয়া যাবে না। নৌকা ফুটা হয়ে গেছে, তাই এই মার্কাতেও ভোট দেয়া যাবে না।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছেন চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। দাবি করেছেন, দুই প্রধান প্রার্থীকে ডিঙিয়ে বাজিমাত করবেন তিনি।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সভাপতি জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যে বৈঠকের অভিযোগ তুলেছেন এ প্রার্থী।

এই বৈঠকের আলোচনা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন হাতপাখার প্রার্থী। অন্যথায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করেছেন তিনি।

রোববারের ভোটে নারায়ণগঞ্জে দুই প্রধান প্রার্থী গত দুটি নির্বাচনে বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীকে চ্যালেঞ্জ করেছেন বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার। তার দল ভোট বর্জন করার সিদ্ধান্ত জানানোর পর তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এখন পর্যন্ত আইভী ও তৈমূরকে নিয়ে গণমাধ্যম ব্যস্ত থাকলেও চমক দেখাতে চান মাসুম বিল্লাহ। বিশ্বাস, জয় আসতে পারে তারও।

ভোটের প্রচারের শেষ দিন নিউজবাংলার সঙ্গে কথা বলেছেন হাতপাখার প্রার্থী।

খুব বেশি আলোচনায় না থাকলেও নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থক আছে বেশ ভালোই। তারা ছাড়াও ইসলামি দলগুলোর যেসব সমর্থক রয়েছে, তাদেরও কাজে লাগাতে চায় দলটি।

নিউজবাংলা: নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন?

ভালো আছে। কিছু শঙ্কা আছে। মোটামুটি পরিবেশ শান্ত আছে।

কিছু শঙ্কা বলতে কী বোঝাচ্ছেন?

গতকাল আমাদের প্রচার মাইকগুলো ভেঙে ফেলেছে। যারা প্রার্থী আছে তাদের সবার প্রতি সম্মান জানিয়ে বলছি, নির্বাচনি পরিবেশ শান্ত ছিল। কিন্তু আমাদের যে প্রতিপক্ষ প্রার্থী আছে, তৈমূর আলম খন্দকারের কিছু এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা শঙ্কা। এটা নির্বাচনের জন্য অশনিসংকেত। এটা চাই না আমরা।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহার চান কেন?

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ডিসি, এসপিদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। একজন প্রভাবশালী নেতা হয়ে তিনি যদি প্রভাব খাটান, তবে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। এ জন্য আমরা প্রত্যাহার চেয়েছি।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দুই প্রধান প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার

কিন্তু জাহাঙ্গীর কবির নানক তো সরকারের কোনো মন্ত্রী বা সংসদ সদস্য নন…

ওইটা ঠিক আছে। কিন্তু তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, একটা দলের কেন্দ্রীয় কমিটির নেতা। তিনি দলের নীতিনির্ধারক। ফলে গোপন বৈঠক নিয়ে আমরা শঙ্কিত। উনি গোপনে কী নিয়ে বৈঠক করেছেন তা যদি ওপেন (খোলাশা) করেন, তাহলে আমরা শান্ত হয়ে যাব। আমরা আর প্রত্যাহার চাইব না।

সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকারের মতো আপনিও শামীম ওসমানের সমালোচনা করছেন। সেটা কেন?

কোনো সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবেন না প্রকাশ্যে। কিন্তু নারায়ণগঞ্জের অনেক সংসদ সদস্য নৌকার পক্ষে ভোট চাচ্ছেন, যা অশুভ সংকেত।

নির্বাচনে মাঠে আপনাদের সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা বা তাদের সমর্থন আপনি কি পেয়েছেন?

নারায়ণগঞ্জের আপামর জনতা, ওলামায়ে একরামরা সমর্থন করেছেন। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সমর্থন দেননি।

নারায়ণগঞ্জের রাজনীতিতে হেফাজতে ইসলাম একটা গুরুত্বপূর্ণ ইস্যু, তাদের সমর্থন কি পেয়েছেন?

হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। তাদের সমর্থন উহ্যভাবে আছে আমাদের প্রতি। আমি ওলামায়ে পরিষদ ও হেফাজতের দায়িত্বশীলও বটে। অরাজনৈতিক সংগঠন, ফলে এখানে এটা টানতে চাই না। তবে আমার প্রতি তাদের উহ্য সমর্থন আছে।

ভোটের ফলাফল নিয়ে কোনো পূর্বানুমান করবেন কি?

যতটা প্রচার চালিয়েছি, মোটামুটি দেখতে পাচ্ছি সাধারণ জনগণ উচ্ছ্বাস নিয়ে আমাদের গ্রহণ করছে। আমরা আশাবাদী ১৬ তারিখের নির্বাচনে আমরা বিজয়ী হব, ইনশাআল্লাহ।

কেন আপনি জিতবেন?

আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমূর কোটি টাকা চুরি করেছেন। তৈমূরের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসেনি। তার মানে তিনি দুর্নীতিবাজ। তার হাতি মার্কায় ভোট দেয়া যাবে না। নৌকা ফুটা হয়ে গেছে, তাই এই মার্কাতেও ভোট দেয়া যাবে না।

এ বিভাগের আরো খবর