বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে শাবি ছাত্রীরা

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২২ ১৫:৩৪

ফের বিক্ষোভ প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘আমরা ১২টার মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলাম। কিন্তু এই সময়ে দাবি পূরণ না হওয়ায় আবার আন্দোলনে নেমেছি।’

খাবারের খারাপ মান, অব্যবস্থাপনা ও দুর্ব্যবহারের অভিযোগে হল প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা।

উপাচার্যের কার্যালয়ের সামনে শুক্রবার দুপুর ১২টা থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদও নিজ কার্যালয়ে রয়েছেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হলের আবাসিক ছাত্রীরা। এ সময় সহকারী প্রাধ্যক্ষরা শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বললেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

পরে রাত আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এ সময় ছাত্রীরা শুক্রবার দুপুর ১২টার মধ্যে দাবি মেনে নেয়ার সময়সীমা বেঁধে দিয়ে হলে ফিরে যান।

আন্দোলনরত ছাত্রীরা জানান, আগে থেকেই হল কর্তৃপক্ষের কাছে ডাবলিং নিষিদ্ধ করা, গণরুম না রাখা, অভিভাবকদের প্রবেশের অনুমতি দেয়া, খাবারের মান উন্নত করাসহ বেশ কিছু দাবি উত্থাপন করে আসছিলেন হলের শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, বৃহস্পতিবার এ সব নিয়ে তারা প্রাধ্যক্ষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেন। তবে তিনি তাদের কথাকে গুরুত্ব না দিয়ে ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে হল থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন তারা।

দুপুরে ফের বিক্ষোভ প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘আমরা ১২টার মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলাম। কিন্তু এই সময়ে দাবি পূরণ না হওয়ায় আবার আন্দোলনে নেমেছি।’

এ বিষয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আমি তাদের সাথে কথা বলছি। তবে একদিনের সব দাবি পূরণ সম্ভব নয়।’

এ বিভাগের আরো খবর