বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২২ ১৪:০০

নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘মামলার তিন আসামি এখনও পলাতক। ওই ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা শুক্রবার দুপুর একটার দিকে আটজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।’

নাটোরের নলডাঙ্গায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর উপজেলার ছাতনী এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ছাতনী এলাকার শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, কাজল হোসেন, আসাদুল ইসলাম এবং আমিনুল ইসলাম।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি জানান, উপজেলার মাধনগর বাড়ি থেকে অভিমান করে বেলা সাড়ে ৩টার দিকে ওই ছাত্রী খালার বাড়ি ছাতনীর উদ্দেশে বের হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাতনীতে পৌঁছালে আসামি শহিদুল ইসলাম তাকে খালার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে পাশের একটি লেবুর বাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান নেয়া আরও সাতজন ওই ছাত্রীকে ধর্ষণ করে।

একপর্যায়ে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। পরে রাতেই অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘মামলার তিন আসামি এখনও পলাতক রয়েছে। ওই ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা শুক্রবার দুপুর একটার দিকে আটজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।’

এ বিভাগের আরো খবর