বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২২ ১১:৪৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা বলেন, ‘পানিশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নতুন কমিটি নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের বেশির ভাগই ক্ষুব্ধ।

এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও হচ্ছে সমালোচনা।

গত ১১ জানুয়ারি সরাইল উপজেলা বিএনপি আহ্বায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব আইনজীবী নুরুজ্জামান লস্কর তপু স্বাক্ষরিত দুই সদস্যের পানিশ্বর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় মোবারক আলীকে।

স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, মোবারক আলী ২০১৬ সালে ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত না মানায় তাকে ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি পদবিসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।

এদিকে আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব করা হয়েছে মোস্তফা মিয়াকে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি সঙ্গে সরাসরি জড়িত। তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দ্বীন ইসলামের পক্ষে কাজ করেছিলেন বলে জানান তারা।

নতুন এ কমিটি নিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোমিন মাস্টার জানান, মোবারক আলী যুবদল থেকে বহিষ্কৃত। আর মোস্তফা মিয়া আওয়ামী লীগের রাজনীতি সঙ্গে জড়িত। তাদের ব্যাপারে উপজেলা বিএনপিকে একাধিকবার বলেও কোনো লাভ হয়নি।

স্থানীয় বিএনপি নেতা রতন মিয়া জানান, নতুন কমিটি গঠনের ব্যাপারে তিনি আগে কিছুই জানতেন না। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির কথা জানিয়ে দেয়া হয়েছে।

এদিকে ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ফেসবুকে সমালোচনা করে আদনান ইসলাম নামে একজন বলেন, ‘বিএনপিতে কি এতই লোক সংকট যে আওয়ামী লীগ থেকে ধরে নিয়ে পদ দিতে হয়।’

অনেকে অভিযোগ করে বলেন, ‘মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এ কমিটি গঠন করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুল ইসলাম জানান, ইউনিয়ন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে অভিযোগগুলো তার জানা নেই। তবে এখন খোঁজ নিয়ে তিনি বিষয়টি দেখবেন।

তবে অভিযোগ অস্বীকার করে সদস্য সচিব মোস্তফা মিয়া বলেন, ‘আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। যাদের দিয়ে কাজ হবে তাদের নিয়েই কমিটি গঠন করেছে উপজেলা কমিটি।’

এ ব্যাপারে জানতে কমিটির আহ্বায়ক মোবারক আলীকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা গত বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘পানিশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’

এ বিভাগের আরো খবর