জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দিতে বিশেষ বুথ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার রাতে করোনার টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ড. মো. শামসুল হকের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ বলা হয়, ‘জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের অন্য বিশ্ববিদ্যালয় প্রাইভেট শিক্ষার্থীদের (ও লেভেল বা এ লেভেল) করোনার টিকা দেয়ার জন্য উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতালে প্রত্যেকটিতে একটি করে বুথ নির্দিষ্ট করতে হবে।
‘এছাড়া ঢাকা জেলার জন্য ডিএনসিসি করোনা ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক বুথ নির্দিষ্ট করার অনুরোধ করা হলো।’
আদেশে আরও বলা হয়, ‘শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র ব্যবহার করে সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করে টিকা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র না থাকলে তালিকা প্রস্তুত করে টিকা কার্ডের মাধ্যমে টিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা নিলে টিকা নিলে সার্টিফিকেট পাবেন না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
গত ১১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনারোধী টিকার বিষয়ে তিন বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের সঙ্গে সভা হয় সরকারের। সভায় প্রতিটি উপজেলা বা থানায় নির্ধারিত বুথ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
এর আগের দিন শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকা দেয়া শেষ হবে। শিক্ষার্থীদের টিকা নিতে কোনো নিবন্ধন লাগবে না। পরিচয়পত্র দিয়েই টিকা দিতে পারবে। পরিচয় বলতে স্কুলের পরিচয়পত্র বা আইডি কার্ড।’
ইংরেজি মাধ্যমের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন বলে জানান তিনি।