গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, দুই পক্ষের সংঘর্ষের জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে।
শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।
মৃত যুবকের নাম শেখ নয়ন। তিনি ইউনিয়ন ছাত্রলীগ নেতা।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ‘শুনেছি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এর কিছুক্ষণ পর পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
‘দুপক্ষের সংঘর্ষের সময় সে হয়ত পানিতে ঝাপ দিয়েছে। আবার এমনও হতে পারে তাকে মেরে পানিতে ফেলে দেয়া হয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে আছে। বিস্তারিত জানতে কাজ চলছে।’
ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মোবাইল ফোনে বলেন, ‘আমি একটি বিয়ের অনুষ্ঠানে ঢাকায় আছি। শুনেছি দুপক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে কে বা কারা সংঘর্ষে জড়িয়েছে সেটা জানতে পারিনি।’