বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কারিগরিতে ৫০ শতাংশ ভর্তি চায় সরকার: শিক্ষামন্ত্রী

  •    
  • ১৩ জানুয়ারি, ২০২২ ২১:০৯

দীপু মনি বলেন, ‘শতবর্ষী কলেজগুলোয় অনার্স-মাস্টার্স চালু রেখে অন্যগুলোয় ডিগ্রি কোর্স করানো হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি পড়ানো হবে। শিক্ষার্থীরা ডিগ্রি কলেজগুলোয় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও করতে পারবেন।’

সরকার ২০৪১ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ৫০ শতাংশ শিক্ষার্থী ভর্তি করতে চায় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার রূপকল্প ২০৪১-এর মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করেছে। এই সময়ের মধ্যে কারিগরি শিক্ষায় দেশের ৫০ শতাংশ শিক্ষার্থী ভর্তি (এনরোলমেন্ট) করার পদক্ষেপ নিয়েছে সরকার। শিক্ষিত ডিগ্রিধারীদের কাজের সুযোগ তৈরির জন্য এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’

বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

ইইউ প্রতিনিধিদের শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা নেয়ার আগে ২০০৯ সালে কারিগরিতে ভর্তি ছিল ১ শতাংশ। ক্ষমতায় আসার পর ২০২০ সালের মধ্যে এই টার্গেট নেয়া হয়েছিল ২০ শতাংশ। এই সময়ে ভর্তি হয়েছে ১৭ শতাংশের বেশি।

দীপু মনি আরও বলেন, ‘সারা দেশে ১৬টি শতবর্ষী অনার্স কলেজ রয়েছে। আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে দেড় শ বছরেরও পুরোনো। এসব প্রতিষ্ঠানগুলোয় অনার্স-মাস্টার্স চালু রেখে অন্য কলেজগুলোয় ডিগ্রি কোর্স করানো হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি পড়ানো হবে।

‘কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের ট্রেড কোর্স পড়ানো হবে। শিক্ষার্থীরা ডিগ্রি কলেজগুলোয় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও করতে পারবেন।’ শিক্ষামন্ত্রী প্রতিনিধি দলকে জানান, নতুন জাতীয় কারিকুলাম করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পাইলটিং শুরু হচ্ছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত (মাধ্যমিক) কারিকুলাম তৈরি করা হবে।

এ বিভাগের আরো খবর