বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মা হচ্ছেন ন্যান্সি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ জানুয়ারি, ২০২২ ২০:৪৩

রাখা হয়েছে বাচ্চার নামও। মেহেদী মহসিন ও নাজমুন মুনিরা ন্যান্সির নামের অংশ থেকে 'মেহনাজ' নামটি রাখা হয়েছে। পোস্ট করা ভিডিওটির শিরোনামে ন্যান্সি লিখেছেন, 'মেহনাজের জীবনের নতুন চ্যাপ্টার শুরু হলো।'

জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি মা হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা নিজেই জানিয়েছেন তিনি।

সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করেছেন ন্যান্সি। দুই মিনিটের বেশি সময়ের ভিডিওর প্রথমদিকে তার ও স্বামী মেহেদী মহসিনের বিয়ের আগে-পরের কিছু সময়ের ছবি রয়েছে।

ভিডিওটির একদম শেষে আসলে বোঝা যাবে আসল চমক। সেখানে আলট্রাসনগ্রামের ভিডিওতে স্পষ্টই বোঝা যাচ্ছে ন্যান্সির মা হবার বিষয়টি।

স্বামীর সঙ্গে ন্যান্সি। ছবি: সংগৃহীত

রাখা হয়েছে বাচ্চার নামও। মেহেদী মহসিন ও নাজমুন মুনিরা ন্যান্সির নামের অংশ থেকে 'মেহনাজ' নামটি রাখা হয়েছে। পোস্ট করা ভিডিওটির শিরোনামে ন্যান্সি লিখেছেন, 'মেহনাজের জীবনের নতুন চ্যাপ্টার শুরু হলো।'

গত বছরের আগস্টে হয়েছে তাদের বিয়ে। তবে সেসময় তারিখ জানাতে চাননি ন্যান্সি। আগস্টে হয় ন্যান্সি ও মেহেদী মহসীনের আংটি বদল।

মেহেদী মহসীন একজন গীতিকার এবং দেশের নামকরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপমের চিফ অপারেটিং অফিসার (সিওও)।

ন্যান্সির আগের দুই ঘরে আরও দুজন কন্যা সন্তান রয়েছে।

এ বিভাগের আরো খবর