আসন্ন ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে দুটি প্যানেল থেকে কারা কারা অংশগ্রহণ করছেন এবারের নির্বাচনে। এ নিয়ে মুখর চলচ্চিত্রপাড়া।
নির্বাচন নিয়ে অনেক রকমের আলোচনা চলছে, নানা অভিযোগ, অনুরোধ, গুজবও ছড়িয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে। তাই নির্বাচনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা অনন্ত জলিল।
অনন্ত তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকব।
‘তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত থাকব না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন। আমি আমার গার্মেন্টসের ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি।’
এবারের নির্বাচনে মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার মোট ভোটার ৪২৮ জন।