করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর ও চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেনাপোল ইমিগ্রেশনে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে প্রবেশের সময় ভারত থেকে আসা সব ট্রাক স্যানিটাইজ করা হচ্ছে। মাপা হচ্ছে চালকদের শরীরের তাপমাত্রা।
নিউজবাংলাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুপ আলী বলেন, ‘ভারত থেকে ফিরে আসা সব যাত্রীকে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। কারও শরীরে তাপমাত্রা বেশি থাকলে তার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে।
‘মাস্ক ছাড়া কোনো যাত্রী ইমিগ্রেশনে প্রবেশ করতে পারছেন না। করোনা পজিটিভ সনদধারী যাত্রীদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত এ ধরনের কোনো রোগী পাওয়া যায়নি।’
বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল বলেন, ‘ভারতে ওমিক্রন ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেলেও সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।’
‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে বন্দরে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে প্রবেশের সময় ভারত থেকে আসা সব ট্রাক স্যানিটাইজ করা হচ্ছে। মাস্ক ছাড়া কোনো চালককে বন্দরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘কোনো ভারতীয় ট্রাকচালক যেন বন্দর থেকে বাইরে বের হতে না পারেন, সে জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। বন্দর এলাকায় বসবাসকারীদের সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে।’