বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাশাপাশি ঘরে ঝুলছিল স্বামী-স্ত্রীর দেহ

  •    
  • ১৩ জানুয়ারি, ২০২২ ১৭:৫৪

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘রুবেল রাতেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে নূর নাহার ছেলেকে মক্তব দিয়ে ফিরে এসে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে নিজেও ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা।

গাজীপুরের কাপাসিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- ওই এলাকার দুলাল মিয়ার ৩২ বছর বয়সী ছেলে রুবেল মিয়া ও তার স্ত্রী পাকুন্দিয়া উপজেলার তালদশি গ্রামের নূরুল ইসলামের ২৮ বছর বয়সী মেয়ে নূর নাহার।

রুবেলের মা আকলিমা জানান, প্রায় এক যুগ আগে নুর নাহারের সঙ্গে রুবেলের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে রয়েছে। তিন বছর পর দুই সপ্তাহ আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরে রুবেল।

রুবেলের সঙ্গে নূর নাহারের পারিবারিক কলহ চলছিল। বুধবার রাতে এক সঙ্গে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে বাড়ির সবাই। বৃহস্পতিবার সকালে নূর নাহার ছেলেকে মক্তবেও নিয়ে যায়। এরপর সকালে পাশাপাশি দুই ঘরে তাদের ঝুলন্ত দেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘রুবেল রাতেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে নূর নাহার ছেলেকে মক্তব দিয়ে ফিরে এসে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে নিজেও ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা।

‘পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর