বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষকতার আড়ালে জেএমবি সদস্যের কাণ্ড

  •    
  • ১৩ জানুয়ারি, ২০২২ ১৬:৪৪

পুলিশ জানায়, হাফেজ ওয়াহিদুল দিনাজপুরের খানাসামার মন্ডলের বাজারের কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার হাফেজ শিক্ষক। শিক্ষকতার আড়ালে তিনি দিনাজপুর ও নীলফামারীতে জেএমবির দাওয়াহ শাখার অন্যতম প্রধান হিসেবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হাফেজ মো. ওয়াহিদুল ইসলাম।

গাবতলী-আরিচা হাইওয়ের এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

পুলিশের ভাষ্য, শিক্ষকতার আড়ালে ৩৮ বছর বয়সী ওয়াহিদুল দিনাজপুর ও নীলফামারীর জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দাওয়াতি এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

বৃহস্পতিবার এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এসব তথ্য জানান।

তিনি জানান, গত ৪ ডিসেম্বর নীলফামারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবির পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এটিইউর গোয়েন্দা দল নীলফামারী ও দিনাজপুর অঞ্চলের সক্রিয় জেএমবি সদস্যদের গ্রেপ্তারে অভিযানে নামে। ১১ ডিসেম্বর নীলফামারী থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এতে এলাকার সক্রিয় জেএমবি সদস্যরা ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যান। এটিইউর গোয়েন্দা দল ঢাকায় আত্মগোপনে থাকা দিনাজপুর ও নীলফামারীর দাওয়াহ বিভাগের প্রধান ওয়াহিদুল ইসলামকে বুধবার রাতে গাবতলী-আরিচা হাইওয়ের এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, হাফেজ ওয়াহিদুল দিনাজপুরের খানাসামার মন্ডলের বাজারের কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার হাফেজ শিক্ষক। শিক্ষকতার আড়ালে তিনি দিনাজপুর ও নীলফামারীতে জেএমবির দাওয়াহ শাখার অন্যতম প্রধান হিসেবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল সেট ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর