খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নওগাঁয় বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে।
শহরের নওজোয়ান মাঠে বৃহস্পতিবার সমাবেশটি হওয়ার কথা ছিল।
কিন্তু চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে জারি বিধিনিষেধের কারণে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বৈঠক করে সমাবেশ স্থগিত করেন দলের স্থায়ী কমিটির নেতারা।
আগামী শুক্রবার সংবাদ সম্মেলন করে পরবর্তী সমাবেশের বিষয়ে জানিয়ে দেয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতিতে জারি বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে। তবে এ বিধিনিষেধকে আওয়ামী লীগ সরকারের রাজনীতি বলে মনে করে বিএনপি।
দলটির নীতিনির্ধারকরা মনে করেন, নির্বাচনি প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক সমাবেশ বন্ধ করা গ্রহণযোগ্য নয়।
জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান বলেন, ‘দেশব্যাপী ওমিক্রন সংক্রমণের কারণে সমাবেশটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় ও তারিখ আগামী শুক্রবার নির্ধারণ করা হবে। এ বিধিনিষেধে আওয়ামী লীগ সরকারের রাজনীতি রয়েছে।’
দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে প্রথম দফায় ২৮ জেলায় সমাবেশ করেছে বিএনপি। দ্বিতীয় দফায় ৩৯ সাংগঠনিক জেলায় কর্মসূচি ঘোষণা করা হয়।
এর মধ্যে খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, চাঁদপুর ও চট্টগ্রাম দক্ষিণে সমাবেশ করে দলটি। বাকি জেলার ব্যাপারে শুক্রবার সংবাদ সম্মেলন করে জানানো হবে।
এর আগে গত ২৭ ডিসেম্বর একই স্থান ও সময়ে বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ সভা আহ্বান করায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এ কারণে তখনও সমাবেশ করতে পারেনি দলটি।